ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁইছুঁই। চারপাশে নীরবতা। কেউ জানত না, আকাশের অনেক ওপরে দিয়ে উড়ে যাচ্ছে ভয়ঙ্কর সব যুদ্ধবিমান। কেউ ভাবতেও পারেনি, যুক্তরাষ্ট্র ঠিক তখনই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
মাত্র দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবাই ধরে নিয়েছিল, হয়তো এটা কেবল হুঁশিয়ারি। কিন্তু শেষরাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সবাইকে চমকে দিলো যুক্তরাষ্ট্র।