আজ সোমবার (১৭ নভেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি ও বহিষ্কার আদেশ প্রত্যাহার করা আইনজীবীররা হলেন— মো. আশেক-ই-রসুল, মির্জা আল মাহমুদ, শরিফ-ইউ-আহম্মেদ, কাজী মো. জয়নাল আবেদীন, মো. কাইয়ুম, ব্যারিস্টার সানজিদ, মোরশেদা খাতুন শিল্পী (ঢাকা বার ইউনিট), রাশেদুল হাসান সুমন (ঢাকা বার ইউনিট), গোলাম মরতুজা (যশোর বার ইউনিট) ও মো. আকরামুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিট)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) আইনজীবীদের বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটি (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) এখন ওই আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার কায়সার কামাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানানো হয়।