ইরানের পরামানু কেন্ত্রগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সফল হামলার দাবি করলেও, ক্ষতি হবার তেমন কিছুই হয়নি বলে দাবি করছে তেহরান। তবে সারাবিশ্বের মানুষের এখন জিজ্ঞাসা কি কি রয়েছে ইরানের পরমানু কেন্দ্রগুলোতে? জেনে নেয়া যাক কতটা শক্তিশালী ছিল ইরানের এই কেন্দ্রগুলো।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ-এনটিআই এর তথ্য অনুযায়ী, নাতাঞ্জে ৬টি ভূ–উপরিস্থ ভবন এবং ৩টি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে ২টি স্থাপনায় ৫০ হাজার সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে। ইসরাইলের প্রথম হামলায় এই পারমাণবিক কেন্দ্রটি লক্ষ্যবস্তু ছিল। স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণে দেখা গেছে, নাতাঞ্জের ‘পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’ এর উপরিভাগ ধ্বংস হয়ে গেছে।
এই কেন্দ্র ২০০৩ সাল থেকে চালু রয়েছে। ইরান এখানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল বলে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা-আইএইএ জানিয়েছে।
সম্পাদক: মিজানুর রহমান মিজান প্রকাশক: তানিয়া রহমান